
রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার চর অঞ্চলের হাজারো লোকের যাতায়াতের একমাত্র ভরসা একটি নৌকা। সরেজমিনে গিয়ে দেখা যায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ৮ ও ৭ নং ওয়ার্ডের প্রায় মানুষের চলাচল এই একটি নৌকায়। জানা গেছে উজানচর ইউনিয়ন নদীর এপারে দরাপের ডাংঙ্গী এলাকায ৭ নং ওয়ার্ড এবং নদীর ওপার ওমেদ আলী বেপারী পাড়া ৮ নং ওয়ার্ড বাসীর যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই এলাকা বাসীদের।
দরাপের ডাঙ্গী এলাকার অনেক লোকজন বলেন, আমাদের এই নদীতে ওপর একটি সেতু নির্মাণ হলে এই দূর্ভোগ দুর হত। তারা আরো বলেন উজানচর ইউনিয়নের এ অঞ্চল ফসল উৎপাদনের জন্য এটি একটি সেরা একটি অঞ্চল। এদিকে ওমেদ আলী বেপারি পাড়ার কিছু জনগণ জানান প্রতিদিন আমাদের নৌকা পারাপার হতে প্রায় ৫০ টাকার মত খরচ হয়। তাছাড়া ফসল নিয়ে বাজারে যেতে হলে প্রায় ৭/৮ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এ ছাড়া ৮ নং ওয়ার্ড থেকে নদীর ওপারে মাদ্রাসা ও জামতলা হাই স্কুল আছে। হাইস্কুল , মাদ্রাসার ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে হলে এই খেয়া পার হতে অনেক সময় খেয়াঘাটে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রী রা জানান, আমাদের স্কুল কলেজে যেতে হলে প্রায় ৪/৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।
শিক্ষার্থী এ কথাও বলেন যাতায়াত ব্যবস্হা ভালো না থাকার কারণে অনেক সময় অপচয় হয়। এই এলাকায় এই নদীর ওপর একটা ব্রিজ খুবই দরকার । খৈমদ্দিন বেপারি, কাসেম খা, আবুল, আজাদ মোল্লা সহ আরো কয়েক জন কৃষক তারা বলেন এপার থেকে ওপারে নৌকায় পার হতে গেলে বাড়তি টাকা খরচ যায় ও অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই এলাকার অধিকাংশ লোকজন বিভিন্ন কাজের জন্য প্রতিদিন বাড়ি থেকে ৩/৪ বার বা তার ও বেশি বার বাজারে যেতে হয় যেতে হয়। কিন্তু ব্রীজ টা আমাদের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্হা সুন্দর হত ও এই দুর্ভোগ থেকে সকলে রক্ষা পেত।তারা অনেক দুঃখ করে বলেন হঠাৎ কেউ যদি অসুস্হ হয় আর যদি খেয়াপারের অপেক্ষা করে তাহলে রোগীর অবস্থা আরো গুরুতর অবস্থায় দাড়াবে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি বলেন এই এলাকায় ব্রীজ না থাকায় কারণে আমরা অনেক দিন যাবৎ কঠিন দূর্ভোগ পড়ে আছি। ওই এলাকার হাজারো জনগণের প্রানের দাবী, আমাদের এলাকায় এই নদীর ওপর একটা ব্রীজ নির্মাণ হয় তাহলে এই এলাকায় কয়েক গ্রামের হাজারো লোকজনের বাজারে যাওয়া, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, রোগীদের সঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া সহ বিভিন্ন কাজে যাতায়াতে অনেক সুবিধা হবে এবং যোগাযোগ ব্যবস্হা আরো উন্নত হবে বলে তারা জানান।