
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই (বুধবার) রাত আনুমানিক ৭টার দিকে সীমান্ত পিলার ২০০৮/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একটি গুদামে অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানকালে গুদামের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় –
উন্নতমানের শাড়ি: ২১৫ পিস
থ্রি-পিস: ১৩২ পিস
লেহেঙ্গা: ৫ পিস
ওড়না: ২৬৭ পিস
হুডি: ১৬ পিস
জ্যাকেট: ৯ পিস
শাল/চাদর: ১৫ পিস
লম্বা গলার গেঞ্জি: ৬৯ পিস
কিসমিস: ১০০ কেজি।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৬ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদকসহ যেকোনো চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে তারা সর্বদা তৎপর রয়েছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বশীলরা।