
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পুরিয়া হেরোইন ও বিক্রিত নগদ ১৫ হাজার টাকা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ৩রা জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি রাকিবুল ইসলাম। পুলিশ সুত্রে জানা গেছে বুধবার বিকেলে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ১নং ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে শাওনুর রহমান নামক মাদক কারবারি কে গ্রেফতার করে।
এ সময় তার তাকে ২৫ পুড়িয়া হেরোইন ও বিক্রিত নগদ ১৫ হাজার টাকাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের মোঃ নূর আলম মিয়ার ছেলে। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।