
রাজশাহী জেলার বাঘা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
জানা গেছে, গত ১ জুলাই ২০২৫ তারিখে বাঘা পৌরসভা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রাসেল (২০), পিতা- মৃত মজিবর রহমান, সাং- আশরাফপুর এবং মোঃ মিজানুর রহমান (১৯), পিতা- মোঃ তসিকুল, সাং- আড়পাড়া — এই দুই যুবককে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উভয়েই বাঘা থানার অন্তর্গত স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জান বলেন , “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সবসময় সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করছে।
আবুল হাসেম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ 
















