
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ । ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৯ কেজি পরে মাছটি বিক্রি হয় ৪০ হাজার ৫০০ টাকায়। গতকাল বুধবার (২জুলাই) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের নিচে বাল্লামালচি এলাকায় কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি আনা হলে প্রকাশ্য কেজি প্রতি এক হাজার ৪০০ টাকা কেজি দর হাকা হয়। কেজি দরে মোট ৪০ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ জানান, প্রতি কেজি ১০০ টাকা লাভে ৪৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।