
বহরা ইউনিয়নের বহুল প্রতীক্ষিত রাবার ড্যাম প্রকল্পের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কৃষিকাজে পানি সংকটের দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়েছে।
স্থানীয় কৃষকদের মতে, এই ড্যামের মাধ্যমে এখন সেচ সুবিধা অনেক সহজ হয়েছে এবং জমিতে পানির সরবরাহ নিশ্চিত হওয়ায় উৎপাদন বৃদ্ধি পাবে। ফলস্বরূপ, কৃষকরা উপকৃত হচ্ছেন এবং তারা এ উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এলাকার সাধারণ মানুষ প্রকল্পটির সফল বাস্তবায়নে আনন্দিত এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ৪নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য শেখ শাহজাহান এর প্রতি। তার নিরলস প্রচেষ্টা এবং ধারাবাহিক তদারকির কারণেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে শেখ শাহজাহান বলেন, এটি আমাদের এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ ছিল। জনগণের সুবিধার জন্য আমি সবসময় সচেষ্ট ছিলাম এবং থাকব ইনশাআল্লাহ।”
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের প্রকল্প আরও বাস্তবায়িত হলে কৃষি উন্নয়নের পাশাপাশি এলাকার সার্বিক অগ্রগতিও নিশ্চিত হবে।