
মৌলভীবাজারে নারী আইনজীবী নাস্তিক উমায়রা ইসলাম মুসলিম ধর্মের নবীজীর দুই সাহাবি নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলিম জনতা।
প্রেসক্লাব প্রাঙ্গণে রবিবার ২৯ জুন বিকেলে সাড়ে ৪ টায় সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ডাকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কটূক্তিকারী উমায়রার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরা ও ব্লাসফেমি আইন বাস্তবায়নের দাবী করেন।
দীর্ঘদিন ধরে উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছেন। তার এমন কান্ডে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। বিষয়টি জেলার আলেম-ওলামাগণের দৃষ্টিগোচর হলে প্রতিবাদ জানান। পরে পুলিশ শনিবার রাতে মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ রবিবার দুপুরে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর হয়।