
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন সেভাবে দলের স্বার্থে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ যেন দেখেন।
তিনি আজ ২৭ জুন শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সম্প্রতি হত্যাকান্ডের শিকার দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী নাফিজা জান্নাত আনজুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নাফিজার বাড়িতে পৌঁছলে তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলার জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। সেখানে তিনি নাফিজার পিতা মাতাসহ পরিবারের সদস্যদের সাথে একান্তে কথা বলেন। এসময় তিনি নাফিজার পিতা আব্দুল খালিকের সাথে কথা বলে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনার কলম যেনো ন্যায়ের উপরে থাকে।
এর পূর্বে তিনি মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং মোহাম্মদপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান,জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।