
রাজবাড়ী গোয়ালন্দে ২৫ (পঁচিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ি কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী: রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউপি১ নং ওয়ার্ড সাত্তার মেম্বারের পাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে মো. রুবেল শেখ (২৪)। পুলিশ সুত্রে জানা যায় ,গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. বিল্লাল হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৫ জুন সন্ধ্যা ০৬:২৫ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউপির ৭নং ফেরিঘাট প্রবেশপথে ইট সলিং রাস্তার উপর চেকপোস্ট করা কালীন আসামে রুবেল শেখ কে উপরোক্ত আলামত সহ তাঁকে গ্রেফতার করে।
অপর দিকে, একই দিন রাতে ৩০ ( ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ি কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী: রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট থানার পৌর সভার ৯ নং ওয়ার্ড সাকের ফকির পাড়া গ্রামের গেন্দু মন্ডলের
ছেলে মো. সেলিম মন্ডল (৩৫)। পুলিশ সুত্রে জানা যায় গোয়ালন্দ ঘাট থানা ,অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৫ জুন রাত ০৯:২১মিঃ দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন পৌর ৬ নং ওয়ার্ড ময়সের মাতুব্বর পাড়া বালুরঘাট নূরুর মুদি দোকানের বিপরীত পাশে পাকা রাস্তার উপর থেকে সেলিম মন্ডল কে উপরোক্ত আলামত সহ তাঁকে গ্রেফতার করেএ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ
মোহাম্মদ রাকিবুল ইসলামের দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।