
রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক পরিচালনা করা হয় ২৬ জুন বৃহস্পতিবার। এই ব্যতিক্রমী উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে খাবার, ওর্যাল স্যালাইন, পানির বোতল ও কলম বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের জন্য এ সহায়ক উদ্যোগটি ছিল ছাত্রদলের একটি মানবিক ও দায়িত্বশীল প্রয়াস।
হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাতুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহফুজ হোসেন, সদস্য সচিব জোবায়েরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও পরীক্ষার দিন মানসিকভাবে সাহস জোগাতে এই ক্ষুদ্র প্রচেষ্টা তারা নিয়েছেন। শিক্ষার্থীরাও এই সহানুভূতিশীল আয়োজনকে সাধুবাদ জানান।
এই আয়োজন ছাত্র রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরেছে বলে মত দেন অভিভাবক ও শিক্ষকমহল।