
আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে নগরকান্দা পৌরসভার নতুন ভবন ঘিরে। ২০২১ সালে নবনির্মিত এই পৌর ভবনটি উদ্বোধন হলেও, উপযুক্ত সড়ক সুবিধা না থাকায় এতদিন দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট জমির মালিকদের সঙ্গে একাধিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে রাস্তা নির্মাণের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়। সকলের আন্তরিক সহযোগিতায় নতুন ভবনে পৌঁছানোর রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইতোমধ্যে জনসাধারণ ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে রাস্তার কাজ শুরু হয়ে গেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী এক মাসের মধ্যেই নতুন ভবনে সকল দাপ্তরিক কার্যক্রম স্থানান্তর ও পূর্ণমাত্রায় চালু করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতেও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।