
জয়পুরহাটের পাঁচবিবিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, থানার ওসি (তদন্ত) ইমায়েদুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউনিয়নের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম, ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বিএম কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত সেলিনা আক্তার চৌধুরী,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী ও সহ সভাপতি সজল কুমার দাস সহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা ভালো রাখার জন্য ও এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকলের সহযোগিতাচেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।