
পাঁচবিবি উপজেলায় একই রাতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে পাঁচটি বাড়িতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এসব চুরি সংঘটিত হয় বলে জানা যায়। আওলাই ও ধরঞ্জী ইউপির বিভিন্ন গ্রামে এসব চুরির ঘটনা ঘটে।
আওলাই ইউপির ভারাহুত গ্রামে রাতের বেলায় দুর্বৃত্তরা চেতনানাশক ওষুধ ছিটিয়ে ৩টি বাড়িতে চুরি করে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব মন্ডল জানান, আব্দুস সামাদের পুত্র আঃ মালেক মাস্টারের বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে আলমারি থেকে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। একইভাবে জামাত আলীর পুত্র আশরাফ আলীর বাড়ির জানালার গ্রিল কেটে ঢুকে ১৫ হাজার টাকা চুরি করে চোরেরা। এছাড়াও মৃত মমতাজ আলীর পুত্র মহিউদ্দিন তামান্নার বাড়িতেও চোরেরা প্রবেশ করলেও কিছু নিতে পারেনি।
এদিকে, মঙ্গলবার দিনে উপজেলার ধরঞ্জী ইউপির শ্রীমন্তপুর, পলাশগড় গ্রামেও দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। এসব স্থান থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পাঁচবিবি থানার (ওসি) ময়নুল হোসেন বলেন, “ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও পর্যন্ত কোন প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোর শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারের জোর তৎপরতা চলছে বলে জানান।