
কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ -২ মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ২৫ জুন সকাল ১০ টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা প,প কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রনোদনা হিসাবে ১ হাজার ২ শত ৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেকের জন্য ৫ কেজি উন্নত জাতের ধান বীজ, ১০ কেজি ডিআইবি এবং ১০ কেজি এমপিও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 



















