
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর গ্রামের মহিদুল ইসলামের বাড়ী থেকে দেশীয় অস্ত্র সহ একজন কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে ২৩ জুন রাত তিনটার দিকে পুলিশ একটি দেশীয় অস্ত্র পাইপগান সহ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামী পাংশা উপজেলার বহলাডাঙ্গী বালিয়াচর গ্রামের মৃত যতন আলী মন্ডলের ছেলে মহিদুল ইসলাম( ৩০)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৩/০৬/২০২৫ ইং তারিখ রাত ০৩.০৫ টার সময় পাংশা থানাধীন মহিদুল ইসলামের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট একটি অবৈধ অস্ত্র রয়েছে। অতঃপর ২৩/০৬/২০২৬ ইং তারিখ রাত ০৩.৩০ টার সময় স্হানীয় উপস্থিত লোকজনের সামনে ধৃত আসামী মহিদুল ইসলামের রান্না ঘরের ভিতরে জ্বালানী (গবরের তৈরী মুঠিয়া) এর স্তুপের মধ্যে একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে দেশীয় তৈরী ০১ (এক) টি সচল পাইপগান ধৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।