Dhaka 9:34 am, Friday, 18 July 2025

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকাটা লাশের পরিচয় উন্মোচিত, ময়মনসিংহের মজিবুর হত্যার শিকার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমনা সড়কে উদ্ধার হওয়া অজ্ঞাত গলাকাটা লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া গ্রামের মো. মজিবুর রহমান (৩৫)। তিনি পিতা কারী বিল্লালের পুত্র ও দুই সন্তানের জনক। স্ত্রী বিলকিস আক্তারের সঙ্গে তিনি দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছিলেন। নিহতের দুই ছেলের নাম—অভি (১২) ও হামিম (৬)।

গত ২০ জুন ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল সীমনা ব্রিজের পূর্ব-দক্ষিণ পাশে পড়ে থাকা মজিবুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত করা না গেলেও, পরে তদন্তে তার নাম, ঠিকানা এবং পেশা নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, মজিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় আশুগঞ্জের তিনজন ভাড়াটিয়া সহ ময়মনসিংহের আরও ৪-৫ জন ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। ইতোমধ্যে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকাটা লাশের পরিচয় উন্মোচিত, ময়মনসিংহের মজিবুর হত্যার শিকার

Update Time : 10:14:22 pm, Saturday, 21 June 2025

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমনা সড়কে উদ্ধার হওয়া অজ্ঞাত গলাকাটা লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া গ্রামের মো. মজিবুর রহমান (৩৫)। তিনি পিতা কারী বিল্লালের পুত্র ও দুই সন্তানের জনক। স্ত্রী বিলকিস আক্তারের সঙ্গে তিনি দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছিলেন। নিহতের দুই ছেলের নাম—অভি (১২) ও হামিম (৬)।

গত ২০ জুন ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল সীমনা ব্রিজের পূর্ব-দক্ষিণ পাশে পড়ে থাকা মজিবুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত করা না গেলেও, পরে তদন্তে তার নাম, ঠিকানা এবং পেশা নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, মজিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় আশুগঞ্জের তিনজন ভাড়াটিয়া সহ ময়মনসিংহের আরও ৪-৫ জন ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। ইতোমধ্যে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে