
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে বিল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯,টার দিকে টান মনিপুর গ্রামের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে একটি বিলের মাঝে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিলের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে তারা প্রথমে ভেবেছিলেন কেউ সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে। পরে কাছাকাছি গেলে দেখা যায় যুবকটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মুখমণ্ডল বিকৃত অবস্থায় রয়েছে।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীও তদন্তকারীদের সহযোগিতা করছেন।