
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চোরের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে দুই গ্রামের মানুষ অংশ গ্রহণ করেছে। ১৩ ই জুন শুক্রবার জুমার নামাজের পর বালিয়াকান্দি বউপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া রেলগেট এলাকায় খোদ্দারামদিয়া ও ভররামদিয়া গ্রামের জনগণের উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইদ্রিস শেখ, কুরবান শেখ, শফিক শেখ, রানু খান, নুরু খান, রফিক উজ্জামান, সহ গ্রামের অন্যান্য লোকজন বক্তব্য রাখেন। বক্তব্যেন তারা বলেন আমাদের এলাকায় প্রতিনিয়ত গরু, ছাগল, হাস, মুরগী, পেয়াজ, মোবাইলসহ নানা জিনিস চুরি হচ্ছে। আমরা শান্তিতে বসবাস করতে চাই, চিহ্নিত চোরদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিয়ে এবং এলাকা থেকে বিতাড়িত করা হোক,।
তারা বলেন কিছুদিন আগেই চারজন চোরের নাম উল্লেখ করে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের কে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি র দাবি জানান। আমিন মোল্যা নামক একজন কে চিহ্নিত চোর হিসেবে উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখিত চিন্হিত চোর, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামের মোমিন মোল্যার ছেলে মোঃ আমিন মোল্যা (২৬)। আমিন মোল্লা কে গত ২৯ মে রাত ১২টার দিকে চুরির অভিযোগে গ্রামবাসী আটক করে মারধর করে এবং পরে থানা পুলিশে সোপর্দ করে। উক্ত ঘটনায় গত বুধবার থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন আমিন মোল্যার বাবা মোমিন মোল্যা।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, গ্রামবাসীরা আমিন মোল্যাকে ধরে চৌকিদারের সহায়তায় থানায় নিয়ে আসে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমিন মোল্লা কে প্রাথমিক চিকিৎসা করা হয়, পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।