
গাজীপুরের কালীগঞ্জে অত্যাধুনিক বিউটি পার্লার উদ্বোধন কার হয়েছে। মঙ্গলবার সান্ধায় কালীগঞ্জ সদরে অবস্থিত সোনালী ব্যাংক মোড় এলাকায় ফিতা ও কেক কেটে বর্ণিল আয়োজনে উদ্বোধন করেন মুক্তাস মেকওভার বিউটি পার্লারের পরিচালক ফারজানা আক্তার মুক্তা।
ফারজানা আক্তার মুক্তা জানান, আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হলো। তিনি বলেন, এই প্রতিষ্ঠান শুধু মহিলাদের জন্য প্রযোজ্য। এখানে মেয়েদের ফেসিয়াল, হায়ড্রা ফেসিয়াল, ফেয়ার পালিশ, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার কাট, কালার, রিবন্ডিং, হেয়ার বান, হেয়ার ট্রিটমেন্ট, পার্টি, গায়ে হলুদ, বিবাহ, বৌভাতসহ সকল ধরনের মেকআপ করা হয়। শাড়ি, বিয়ের কাপড় ও হিজাব বিভিন্ন স্টাইলে পরানো হয়। থ্রেডিং, ওয়াক্সি ও নাক-কান ফোড়ানো হবে।