
পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে এবার খিরাতলা কাঞ্চনপুর গরুর ছাগল মহিষের হাট।ঈদুল আজহা উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে অত্র বাজার কমিটির পক্ষ থেকে ।
ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও কোন ধরণের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুর হাটে টোল নিয়ে জোর জুলুম না করা হয় এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে গঠন করা হয়েছে একটি টিম। সেই সাথে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যেখান থেকে হাটে আসা ক্রেতা-বিক্রেতারা গরমে অসুস্থ্য বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবে।
ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষা দিতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে। এছাড়াও হাটগুলোতে নজরদারি বাড়নো হয়েছে। আশা করছি হাটে আসা ক্রেতা বিক্রেতাসহ সকলেই নির্বিগ্নে ঈদের প্রস্তুতি নিতে পারে।
এছাড়া খিরাতলা কাঞ্চনপুর গরুর হাটে রয়েছে। গরুর পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা এবং উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী গাভী শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সব দিক থেকেই অনেক সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে খিরাতলা কাঞ্চনপুর গরুর
হাটে।
সর্বশেষ খিরাতলা কাঞ্চনপুর গরুর বাজারের কমিটির পক্ষ থেকে জানান,এবছর গরু বাজারে অনেক সুন্দর মনোরম পরিবেশ করা হয়েছে এখানে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করার কোন সুযোগ নেই।তাছাড়া বাজারের গরু ছাগল মহিষ সবকিছু মিলে রওয়ানাও একেবারে কম এতে ক্রেতা এবং বিক্রেতা সকলেই অনেক আনন্দিত এবং খুশি।