
গোয়ালন্দে বিশ্বতামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাষ্ট ও ডাস বাংলাদেশ এ অবস্থান কর্মসূচি পালন করে। কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি ” এবং “মোড়কে উল্লেখিত সর্বোচ্চ খুচরা (এম আর পি)-তে তামাকজাত দ্রব্য বিক্রয় নিশ্চিত করা হোক” ডাস বাংলাদেশর নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ তামাক বিরোধী জোট(বাটা), ডাব্লিউ বিবি ট্রাষ্টের সহযোগিতায় অনু্ষ্ঠিত কর্মসূচি চলাকালে বক্তাগণ মোড়কের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মুল্যে তামাকজাত পন্য বিক্রয়ের দাবী জানান এবং তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করপ নিকোটিন ও তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। এই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বেলা ১১ঃ০০ টায় গোয়ালন্দ বাস স্ট্যান্ডে ঢাকা খুলনা মহাসড়কের পাশে দিবস টি উপলক্ষে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন ও লিফলেট বিতরন করা হয়। ।
উক্ত অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম,দৈনিক অবর্ভারের প্রতিনিধি মো.সিরাজুল ইসলাম, পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মিজানুর রহমান খান জুয়েল, দৈনিক ইনকিলাবের সাংবাদিক মোজাম্মেল হক(লালটু),গোয়ালন্দ মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, ডাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শেখ রাজীব প্রমুখ। বক্তরা তাদের বক্তব্য বলেন তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক ব্যবহারে শরীরে ক্ষতি ছাড়া ফোন উপকার নাই। তাই তামাক মুক্ত রাখার জন্য ও তামাক ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে সকল সরকারি বে সরকারি দপ্তরের পাশাপাশি সুশীল সমাজেকে এগিয়ে আসতে হবে, এবং সকল কে এগিয়ে আসার জন্য আহবান করেন। বাংলাদেশ তামাক বিরোধী জোট এর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অবস্থান কর্মসূচি শেষে পথচারী,দোকানী, রিক্সা চালক, ও ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।