
রাজবাড়ি গোয়ালন্দে ভিজিএফ কার্ড পাওয়ার আশায় যারা উপজেলা পৌরসভায় ভীড় করছেন তাদের উদ্যেশে সচেতনতা মূলক বিঞ্জপ্তি দিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
তিনি তার বিঞ্জপ্তিতে বলেন, কয়েকদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, ঈদ উপলক্ষ্যে খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড প্রাপ্তির আশায় অনেকেই পৌরসভা দপ্তর কিংবা উপজেলা পরিষদে ভীড় জমাচ্ছেন। ইতি মধ্যে এ বিষয় আমার নজরে আছসে । এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করছে একটি মহল। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ভেরিফাই ফেজবুক পেজে, এক বিবৃতিতে সকলের অবগতির জন্য বলা হয়েছে, সকল ধরনের খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড পৌরসভার ক্ষেত্রে প্রতি ওয়ার্ড ভিত্তিক সহায়ক কমিটির সদস্যদের মাঝে (সাবেক কমিশনারদের পরিবর্তে সরকার থেকে নিয়োগপ্রাপ্ত) জনসংখ্যার হার অনুযায়ী বিভাজন করে দেয়া হয়েছে। এছাড়া একই রুপভাবে ইউনিয়নের ক্ষেত্রে স্ব স্ব ইউনিয়ন পরিষদে প্রদান করা হয়েছে। ফলত উপজেলা নির্বাহী অফিসার কিংবা পৌরসভা প্রশাসকের নিকট আলাদা করে কোন কার্ড রক্ষিত নেই। কার্ড সংক্রান্ত বিষয়ে সবাইকে নিজ নিজ ওয়ার্ডে সহায়ক কমিটির সদস্য বরাবর কিংবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকলে উপজেলা প্রশাসনকে অবগত করার অনুরোধ করছি।
সুনির্দিস্ট তথ্য উপাত্ত ছাড়া ব্যাক্তি স্বার্থ উদ্ধারে কারো কারো সোশ্যাল মিডয়ায় অপপ্রচারের বিষয়ে উপজেলা প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান,খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড সরকার সম্পূর্ণ বিনামুল্যে সরবারাহ করছে। এই ভিজিএফ কার্ডের সুবিধা নেওয়ার জন্য কোন দালাল/ব্যক্তির সাথে কেউ কোন লেনদেন করবেন না। যদি কেউ টাকা বা আর্থিক কোন সুবিধা চায় তাহলে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার জন্য আহবান করেন।