
রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে প্রায় ৪৬ ঘন্টা পরে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ভারি বৃষ্টি হওয়ায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর গোয়ালন্দ দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯ টা হতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ পথে দূর্ঘটনা যাতে না ঘটে এজন্য লঞ্চ চলাচল চলাচল বন্ধ রাখে বিআইডাব্লিটিএর কর্তৃপক্ষ। আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়। দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ‘বৈরী আবহাওয়ার প্রভাব শুরু হয়, এখন ঐ প্রভাব কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্তমানে ২০টি লঞ্চ এই নৌ রুটে চলাচল করছে।’
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন , দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার কারণে চার ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু হয়েছিল। এ আবহাওয়ার কারণে দৌলতদিয়া কোন ফেরী ঘাটে যানবাহনের সিরিয়াল নে ই।গাড়ি ঘাটে আসামাত্রই সেগুলো ফেরিতে উঠে যায় । বৈরী আবহাওয়ার প্রভাব কেটে যাওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১২টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে বলে তিনি জানান।