
কলারোয়া বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাস পরলোকগমন করেছেন শেখ মাহমুদুল হাসান কলারোয়া সাতক্ষীরা কলারোয়া, ২৭ জানুয়ারি ২০২৫:
কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং খ্যাতিমান ব্যবসায়ী বিমল কুমার দাস গত ২৭ জানুয়ারি রাতে পরলোকগমন করেছেন। তিনি নিজ বাসভবনে রাত আনুমানিক ৩:৪৭ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। বিমল কুমার দাস ছিলেন কলারোয়া উপজেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং স্থানীয় সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর সততা, পরিশ্রম এবং ন্যায়পরায়ণতা তাকে সকলের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন মেজো। মৃত্যুর পূর্বে তিনি চার পুত্র, দুই কন্যা এবং নয়টি নাতি-নাতনি রেখে গেছেন। মৃত্যুর পর, ২৮ জানুয়ারি সোমবার বেলা ১২টায় মহাশ্মশানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তার দাহ কার্য সম্পন্ন করা হয়। বিমল কুমার দাসের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার মানুষ। তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন হবে, তবে তাঁর জীবনাদর্শ ও অবদান কলারোয়া উপজেলাবাসীর মনে চিরকাল অমর থাকবে। তার শোকসন্তপ্ত পরিবারে গভীর শোকের ছায়া বিরাজমান রয়েছে।