
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী বাসস্ট্যান্ড বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ও হামলার প্রতিবাদে ২৭ মে মঙ্গলবার এলাকাবাসী ও বাজার বনিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন
রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে ডাকাতি ও হামলাকারীদের দ্রুত খুজে বের করে আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ভিপি আঃ মালেক, চন্দনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জিহাদুল ইসলাম, বাবলু শেখ, বিএনপি নেতা মোঃ রেজাউল করিম, আঃ সালাম, ফয়সাল, মতিউর রহমান মুন্না, চন্দনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাজী এশারত হোসেন, এজাজুল হক, মোতালেব হোসেন মিয়া, নাজিম উদ্দীন ও আবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৩ মে শুক্রবার রাতে চন্দনী বাজার বনিক সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে মুল্যবান স্বর্ণলংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়, এসময় ডাকাতদল যাওয়ার সময় গৃহকর্তা বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসকে এলোপাতাড়ি মারপিট করে। পরবর্তীতে এলাকাবাসী ঘটনাস্থলে এসে মারাত্বক আহতাবস্থায় বিশ্বনাথ বিশ্বাসকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ডাকাতদলকে সনাক্ত করে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।