Dhaka 12:15 am, Thursday, 17 July 2025

রাজবাড়ী সদর উপজেলায় জেলেদের বিক্ষোভ

রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন ভিজিএফ কার্ডধারী জেলেরা।

সোমবার (২৬ মে) রাজবাড়ী সদর উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না’—এমন স্লোগান দেন এবং দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান।
সরকার থেকে প্রতি বছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত মৎস্যজীবী পরিবারগুলোকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮০ কেজি করে দুই ধাপে মোট ১৬০ কেজি চাল দিয়ে থাকে। কিন্তু এবারের তালিকা থেকে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে।
ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, “গত বছর আমি এই কার্ডে চাল পেয়েছি। আমার বৈধ মৎস্যজীবী কার্ডও আছে অথচ এবার নামই নেই তালিকায়। আমরা পুরুষ মানুষ মাছ ধরেই আমার সংসার চলে এটি খুব বড় অন্যায়।
লক্ষীকোল গ্রামের একজন জেলে সালাম মণ্ডল বলেন, “নদীতে ইলিশ ধরতে দেওয়া হয় না, আবার সরকারি সহায়তাও বন্ধ, গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। অথচ ভ্যানচালক, মুদি দোকানদাররা তালিকায় থেকে চাল পাচ্ছে এটা, কেমন বিচার?
জেলেদের অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব পড়েছে তাদের দাবি, প্রকৃত জেলেদের বাদ দিয়ে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিম সরদার। তিনি বলেন, “গত বছর আমরা ২১ শত জেলের জন্য বরাদ্দ পেয়েছিলাম এবার তা কমে দাঁড়িয়েছে ১৪ শত জনে, তাই প্রায় ৭০০ জন বাদ পড়েছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই বরাদ্দকৃত তালিকা কেন্দ্রে থেকে নির্ধারিত হয়।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানানো হবে।
এদিকে চাল না পেয়ে বিক্ষুব্ধ জেলেরা বলেন , দাবি পূরণ না হলে তারা আবারও বিক্ষোভ করবেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে বলে ঐ সকল জেলেরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংগারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলায় জেলেদের বিক্ষোভ

Update Time : 05:11:16 pm, Tuesday, 27 May 2025

রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন ভিজিএফ কার্ডধারী জেলেরা।

সোমবার (২৬ মে) রাজবাড়ী সদর উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না’—এমন স্লোগান দেন এবং দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান।
সরকার থেকে প্রতি বছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত মৎস্যজীবী পরিবারগুলোকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮০ কেজি করে দুই ধাপে মোট ১৬০ কেজি চাল দিয়ে থাকে। কিন্তু এবারের তালিকা থেকে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে।
ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, “গত বছর আমি এই কার্ডে চাল পেয়েছি। আমার বৈধ মৎস্যজীবী কার্ডও আছে অথচ এবার নামই নেই তালিকায়। আমরা পুরুষ মানুষ মাছ ধরেই আমার সংসার চলে এটি খুব বড় অন্যায়।
লক্ষীকোল গ্রামের একজন জেলে সালাম মণ্ডল বলেন, “নদীতে ইলিশ ধরতে দেওয়া হয় না, আবার সরকারি সহায়তাও বন্ধ, গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। অথচ ভ্যানচালক, মুদি দোকানদাররা তালিকায় থেকে চাল পাচ্ছে এটা, কেমন বিচার?
জেলেদের অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব পড়েছে তাদের দাবি, প্রকৃত জেলেদের বাদ দিয়ে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিম সরদার। তিনি বলেন, “গত বছর আমরা ২১ শত জেলের জন্য বরাদ্দ পেয়েছিলাম এবার তা কমে দাঁড়িয়েছে ১৪ শত জনে, তাই প্রায় ৭০০ জন বাদ পড়েছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই বরাদ্দকৃত তালিকা কেন্দ্রে থেকে নির্ধারিত হয়।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানানো হবে।
এদিকে চাল না পেয়ে বিক্ষুব্ধ জেলেরা বলেন , দাবি পূরণ না হলে তারা আবারও বিক্ষোভ করবেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে বলে ঐ সকল জেলেরা জানান।