Dhaka 10:04 am, Friday, 18 July 2025

উজিরপুরের ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও -দ্রুত সংস্কারের আশ্বাস

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহারের অবস্থিত একাধিক ব্রিজ বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুটি সানুহার গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা, যা ব্যবহার করে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ জনগণ নিত্যপ্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন।

২৬ মে রোববার  সরেজমিন এই ব্রিজটি পরিদর্শন করেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই অবহেলিত ব্রিজের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সেতুটি বর্তমানে এমন অবস্থায় আছে যে, তার রেলিং ভেঙে গেছে, ঢালু অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং নীচের খালের ওপর কাঠামোগত ভারসাম্য একেবারেই হুমকির মুখে। বর্ষা মৌসুমে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই বিপদের মুখে পড়ে প্রতিদিন এই ব্রিজ পার হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, “এটি শুধু একটি সেতু নয়, এটি এই এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, কৃষকদের বাজারে পণ্য পরিবহন—সবকিছুর সঙ্গে এই সেতুটি ওতপ্রোতভাবে জড়িত। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং অতি দ্রুত এর পুনসংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এই ব্রিজের মাধ্যমে তারা বরিশাল শহর পর্যন্ত সহজে চলাচল করতে পারতেন। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, সানুহার এই সেতুর মাধ্যমে আশেপাশের তিন গ্রামের মানুষ যোগাযোগ রক্ষা করে থাকেন। তাই এটি শুধু সানুহারেরই নয়, পুরো অঞ্চলের জন্যই একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অচিরেই বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উজিরপুরের ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও -দ্রুত সংস্কারের আশ্বাস

Update Time : 08:59:21 pm, Monday, 26 May 2025

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহারের অবস্থিত একাধিক ব্রিজ বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুটি সানুহার গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা, যা ব্যবহার করে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ জনগণ নিত্যপ্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন।

২৬ মে রোববার  সরেজমিন এই ব্রিজটি পরিদর্শন করেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই অবহেলিত ব্রিজের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সেতুটি বর্তমানে এমন অবস্থায় আছে যে, তার রেলিং ভেঙে গেছে, ঢালু অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং নীচের খালের ওপর কাঠামোগত ভারসাম্য একেবারেই হুমকির মুখে। বর্ষা মৌসুমে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই বিপদের মুখে পড়ে প্রতিদিন এই ব্রিজ পার হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, “এটি শুধু একটি সেতু নয়, এটি এই এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, কৃষকদের বাজারে পণ্য পরিবহন—সবকিছুর সঙ্গে এই সেতুটি ওতপ্রোতভাবে জড়িত। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং অতি দ্রুত এর পুনসংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এই ব্রিজের মাধ্যমে তারা বরিশাল শহর পর্যন্ত সহজে চলাচল করতে পারতেন। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, সানুহার এই সেতুর মাধ্যমে আশেপাশের তিন গ্রামের মানুষ যোগাযোগ রক্ষা করে থাকেন। তাই এটি শুধু সানুহারেরই নয়, পুরো অঞ্চলের জন্যই একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অচিরেই বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।