
টাঙ্গাইল নাগরপুরে মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে পঞ্চম শ্রেণির শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান(মিজান) ৪০ গ্রেফতার।
সোমবার (২৬ মে’২৫) স্থানীয় সূত্রে জানা যায় যে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে মামুদনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ঘটনাটা ঘটে।বিদ্যালয় চলাকালীন ১২:৩০ ঘটিকায় দিকে বিদ্যালয়ের নতুন ভবনের উত্তর পাশে টয়লেটে প্রবেশ করার পূর্ব থেকেই মিজান লুকিয়ে ছিল।শিশু শিক্ষার্থী প্রবেশ করা মাত্রই দরজা বন্ধ করে দেয় এবং ধারালো ছুড়ি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজান একই উপজেলার গয়হাটা ইউনিয়নের ভাগুনারা পাগুলি গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায় যে, শিশু শিক্ষার্থীর মা নাগরপুর থানায় নারীও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারা মতেও পেনালকোর্ট ৫০৬(২) ধারায় মামলা রুজু হয়। ২৫’শে মে রোজ রবিবার একবিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আরও বলেন যে, এব্যাপারে ভিক্টিমের মা নাগরপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নাগরপুর থানা মামলা নাম্বার ১৮ নারীও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) তৎসহ ৫০৬(২) পেনাল কোর্ট রুজু করা হয়।দায়িত্বরত কর্মকর্তারা জানায় আসামিকে গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হয়েছে।