
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিমা আফ্রাদ। এ সময় একটি র্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থা দায়িত্ব কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথি (ইউএনও) তানিমা আফ্রাদ বলেন ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে। বর্তমান সরকার ভূমি সরকার চলমান প্রক্রিয়ার মাধ্যমে সহজ থেকে সহজতর ভাবে প্রতিটা নাগরিক যাতে ভূমি সেবা পায় এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনিয় কাজ সম্পন্ন করতে পারে তার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরো বলেন ভূমির সকল কাজ যত সঠিক ভাবে করা যায় ততই দেশের মামলা মোকদ্দমা সহ বিভিন্ন সমস্যার সমাধান স্থানীয়ভাবে করা যাবে।