
রাজবাড়ী সদর থানায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ জন আসামি কে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রাজবাড়ী থানা প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে
ইং ২৪ মে শনিবার রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতে খারুল আলমের নির্দেশক্রমে, এসআই(নিঃ) মোঃ শামসুজ্জোহা, এসআই(নিঃ) পাবেল মোল্যা, এএসআই(নিঃ) মোঃ ফরিদ মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযান চালিয়ে , ১/ মোজাফ্ফর বিশ্বাস (৪৩), পিতা-মৃত গোলাপ বিশ্বাস, গ্রাম – চর বাগমারা, ইউপি- রামকান্তপুর, থানা ও জেলা-রাজবাড়ী তাকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ২। মোঃ কাঞ্চন মিয়া (২৮), পিতা-মোঃ তোতা মিয়া, গ্রাম – সজ্জনকান্দা, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৩। মোঃ পাভেল পাঠান (২২), পিতা-মোঃ আলম পাঠান, গ্রাম – খানখানাপুর (হঠাৎ পাড়া), থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৪। শহিদুল ইসলাম (৪৭), পিতা-নুর মোহম্মদ শেখ, গ্রাম – সজ্জনকান্দা (পৌরসভা ০৫ নং ওয়ার্ড), থানা ও জেলা-রাজবাড়ী তাকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ 



















