
অমর একুশে বই মেলা ২০২৫ শেষ সময়ের প্রস্তুতিতে ব্যাস্ত সময় পার করছে প্রকাশনী স্টল কারিগর বাংলার লেখক, সাহিত্যিক,উপন্যাসিক, গল্প লেখক,সর্বোপরি মানুষের হৃদয়ের অমর একুশে বই মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন সময় আর মাত্র দিন কয়েক সময় বাকি। তার ভিতরে মানুষের কাছে নিজের পছন্দের লেখকের বই পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছে প্রকাশনার মালিকরা। এবছর বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ও বসছে বই মেলা স্টল। মেলায় ব্যাস্ততার মধ্যেও স্টল তৈরির কারিগররা বলেন ১ থেকে ২ দিনের ভিতর স্টলের কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রকাশনা মালিক সাংবাদিকদের জানান অল্প সময়ে বাকি তার মধ্যে স্টলের কাজ শেষ করে পছন্দের লেখকপর বই পাঠকদের হাতে তুলে দিতে চাই। এসময় প্রকাশনা মালিক পক্ষ বলেন আমরা চাই পাঠক, বই প্রেমি মানুষ চাহিদা অনুযায়ী বই পাওয়া যাবে। সবাইকে বই মেলায় বসার আহব্বান জানান তারা।