
রংপুরে বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও মিনি কাভার্ড ভ্যানসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) দুপুরে সোয়া ১২টার দিকে কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে তাকে।
অভিযুক্ত মমিনুল ইসলাম কুড়িগ্রাম রাজারহাট জয়দেব হায়াৎ এলাকার মৃত মোতালেব মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউনিয়া থানার পরিত্যক্ত মেসার্স তিস্তা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিস্তার দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যান যার রেজি: নং ঢাকা মেট্রো-ন-১১-৪৪২১ আটক করে। আটক মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২টি পোটলায় ৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক কাভার্ডভ্যান সহ জব্দ করে পুলিশ। এসময় অভিযুক্ত চালক মমিনুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক আইনে কাউনিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।