
রাজবাড়ী গোয়ালন্দে পরোয়ানা সহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। জানা গেছে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) বিল্লাল হোসেন সংগীয় ফোর্স সহ ২২/৫/২০২৫ বৃহস্পতিবার
০৩:৫৫ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মাদক ব্য্যবসায়ীর নাম রাকিব প্রামানিক (৩০), পিতা-সাঈদ প্রামানিক, গ্রাম পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া, ও মোঃ জানে আলম রিপন (৩৩), পিতা- গোলাম মহি উদ্দিন, উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া, উভয় থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী। তাদের কে উপরোক্ত আলামত সহ গ্রেফতার করা হয় ।
উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়।গ্রেফরকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। আরো জানা গেছে যে, ধৃত আসামী রাকিব প্রামানিককে অত্র থানায় ০২টি জিআর পরোয়ানা মূলে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও সিডিএমএস যাচাই করিয়া আসামী রাকিব এর বিরুদ্ধে ১। রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার ,এফআইআর নং-০৬, তারিখ- ০৭ ফেব্রুয়ারি, ২০১৫; সময়- ধারা- ৩০২/২০১ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত ২। রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার ,এফআইআর নং-২৫/৩১৫, তারিখ- ২০ অক্টোবর, ২০২১; ধারা- ৩৯২ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-১৯৪, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৩। রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ২১ নভেম্বর, ২০১৩; জি আর নং-২৮৯, তারিখ- ২১ নভেম্বর, ২০১৩; সময়- ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত পাওয়া গেছে বলে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান।