
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে প্রতিদিন কোটি টাকার লিচু কেনাবেচা হচ্ছে। জেলার সবচেয়ে বড় লিচুর হাট হিসেবে পরিচিত। এ বাজারে প্রতিদিন ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত জমজমাট বেচাকেনা চলে।
বাজারটিকে ঘিরে আশপাশের গ্রামগুলো থেকে লিচু নিয়ে আসেন বাগান মালিক ও চাষিরা। এখানে পাটনাই, বুম্বে, চায়না থ্রি, চায়না টু ও এলাচি জাতের লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। সুস্বাদু ও মানসম্পন্ন হওয়ায় এই বাজার থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা।
স্থানীয় ইজারাদার ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিদিন এখানে প্রায় ৭০-৮০ লাখ টাকার লিচু বিক্রি হয়। প্রতি হাজার পাটনাই লিচু দেড় থেকে আড়াই হাজার এবং বুম্বে লিচু দুই থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমজুড়ে এই বাজারে লিচু বিক্রি করেন প্রায় শতাধিক বাগানি ও কৃষক।
এবছর আবহাওয়ার প্রতিকূলতা কিছুটা প্রভাব ফেললেও বাজারে লিচুর চাহিদা বেশ চড়া। উৎপাদন তুলনামূলকভাবে কম হলেও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, দৈনিক জনতার সময় অনলাইনকে জানান, “এবছর উপজেলায় প্রায় ৪৪০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এখান থেকে প্রায় ২০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে কিছু সমস্যা হলেও বর্তমানে বৃষ্টির কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।