
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯শে মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম বারের মত হওয়া এই প্রতিযোগিতায়, প্রপার হাইস্কুল, দেওয়ান পাড়া রহমত উল্লাহ কিন্ডারগার্ডেন ও সানসাইন’সহ ৩টি স্কুলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এই প্রতিযোগিতার আয়োজন করে, উপজেলা প্রশাসন ও উপজেলা আইসিটি অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, নিজাম উদ্দিন সদস্য সচিব ও উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়েন্ট কুমার দাশ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন,এ ধরনের উপস্থাপন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠান সমাপ্তি হয়।