
মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এআই মিজানুর রহমান চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নিজনগড় গ্রামের মৃত,,ফরাস উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৫০) কে আটক করে। পরে তাকে তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।