
গাজীপুরের কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকাল ০৩টায় গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলনের নিজ বাড়িতে কালিগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির মাস্টার এর সভাপতিত্বে ও থানা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেন স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-০৫ কালিগঞ্জের সাবেক সাংসদ আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন (এমপি), অনুষ্ঠানে বিশেষ অতিথির হয়ে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ওমর ফারুক সাফিন , উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু।
বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ থানা বিএনপি’র উপদেষ্টা ছোলাইমান আলম, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরফী হাবিবুল্লাহ,গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ,গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন শাওন, এডভোকেট মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে হুমায়ুন কবির মাস্টারকে আহ্বায়ক এবং খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব অপরদিকে কালিগঞ্জ পৌরসভার আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান মাস্টার কে আহ্বায়ক এবংএ ইব্রাহিম প্রধান কে সদস্য সচিব ঘোষনা করা হয়।