Dhaka 3:27 pm, Friday, 11 July 2025

বরগুনার আমতলীতে মুনতাহা ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরন

Oplus_131072

ঢাকা ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুনতাহা ফাউন্ডেশন বরগুনার প্রত্যন্ত অঞ্চল আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে হত দরিদ্র মানুষের বিভিন্ন সময় দান ও উপহার সামগ্রী বিতরন করে প্রসংসা করিয়েছে। মুনতাহা ফাউন্ডেশন নামে এই সংগঠনটি গত ১ বছরে আমতলীর আরপাংগাশিয়া ইউনিয়নে নানা ভাবে সহযোগিতা প্রদান করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহীয়সী নারীর উদ্যোগে এ সহায়তা দরিদ্র অসহায় মানুষের পথের পাথেয় হয়েছে। আবদুল কুদ্দুস রিমন এর দায়িত্বশীলতায় গত একবছরে তারা যে সহায়তা দেয়৷ তা নিম্নে তুলে ধরা হলো।

১.তিনজন অসহায় মানুষকে ঘর বিতরণ।
২.মাদ্রাসা ২০০ এতিম বাচ্চা সহ প্রায় ৫০০ অসহায় মানুষকে শীতকালে কম্বল বিতরণ।
৩.তিনটে মাদ্রাসায় প্রায় ৪০০ কোরআন শরীফ ও রেল বিতরন।
৪.একটি মসজিদ এবং একটি মাদ্রাসায় বড় করে অজুখানা নির্মাণ এবং মোটরের মাধ্যমে ডিপ টিউবঅয়েল থেকে মোটর এবং ট্যাংকি স্থাপনের মাধ্যমে সুপেয় পানি ব্যবস্থা করা।
৫.পাঁচজন অসহায় দায়িত্ব মানুষকে হুইল চেয়ার বিতরণ।
৬.তিনটি মাদ্রাসায় বারোটি ফ্যান বিতরণ।
৭.দুইটি মাদ্রাসায় রোজায় ইফতার এবং সেহরির ব্যবস্থা করা।
৮.৫০টি অসহায় পরিবারকে রোজার বাজার করে দেওয়া।
৯.পাঁচজন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ।
১০. ৫ জন এতিম বাচ্চাকে পড়ালেখা খরচ বহন করা।
১১. তিনটে এতিমখানায় বিভিন্ন সময়ে এতিম বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করা।
এছাড়াও চলার পথে বিভিন্ন সময় সকল মানুষের পাশে বিভিন্ন আর্থিক অনুদানের মাধ্যমে দাঁড়ানো তাদে মানবিকতা চলছে।
বর্তমানে আরপাংগাশিয়া ইউনিয়নে বালিয়াতলী, চরকগাছিয়া, ঘোপখালী এলাকায় অনেক নিঃস্বার্থ উন্নয়ন ও দারিদ্র উন্নয়নে কাজ চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগ সিঙ্গারবিল টু কাশিনগর সড়ক

বরগুনার আমতলীতে মুনতাহা ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরন

Update Time : 02:26:36 pm, Tuesday, 13 May 2025

ঢাকা ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুনতাহা ফাউন্ডেশন বরগুনার প্রত্যন্ত অঞ্চল আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে হত দরিদ্র মানুষের বিভিন্ন সময় দান ও উপহার সামগ্রী বিতরন করে প্রসংসা করিয়েছে। মুনতাহা ফাউন্ডেশন নামে এই সংগঠনটি গত ১ বছরে আমতলীর আরপাংগাশিয়া ইউনিয়নে নানা ভাবে সহযোগিতা প্রদান করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহীয়সী নারীর উদ্যোগে এ সহায়তা দরিদ্র অসহায় মানুষের পথের পাথেয় হয়েছে। আবদুল কুদ্দুস রিমন এর দায়িত্বশীলতায় গত একবছরে তারা যে সহায়তা দেয়৷ তা নিম্নে তুলে ধরা হলো।

১.তিনজন অসহায় মানুষকে ঘর বিতরণ।
২.মাদ্রাসা ২০০ এতিম বাচ্চা সহ প্রায় ৫০০ অসহায় মানুষকে শীতকালে কম্বল বিতরণ।
৩.তিনটে মাদ্রাসায় প্রায় ৪০০ কোরআন শরীফ ও রেল বিতরন।
৪.একটি মসজিদ এবং একটি মাদ্রাসায় বড় করে অজুখানা নির্মাণ এবং মোটরের মাধ্যমে ডিপ টিউবঅয়েল থেকে মোটর এবং ট্যাংকি স্থাপনের মাধ্যমে সুপেয় পানি ব্যবস্থা করা।
৫.পাঁচজন অসহায় দায়িত্ব মানুষকে হুইল চেয়ার বিতরণ।
৬.তিনটি মাদ্রাসায় বারোটি ফ্যান বিতরণ।
৭.দুইটি মাদ্রাসায় রোজায় ইফতার এবং সেহরির ব্যবস্থা করা।
৮.৫০টি অসহায় পরিবারকে রোজার বাজার করে দেওয়া।
৯.পাঁচজন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ।
১০. ৫ জন এতিম বাচ্চাকে পড়ালেখা খরচ বহন করা।
১১. তিনটে এতিমখানায় বিভিন্ন সময়ে এতিম বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করা।
এছাড়াও চলার পথে বিভিন্ন সময় সকল মানুষের পাশে বিভিন্ন আর্থিক অনুদানের মাধ্যমে দাঁড়ানো তাদে মানবিকতা চলছে।
বর্তমানে আরপাংগাশিয়া ইউনিয়নে বালিয়াতলী, চরকগাছিয়া, ঘোপখালী এলাকায় অনেক নিঃস্বার্থ উন্নয়ন ও দারিদ্র উন্নয়নে কাজ চলমান রয়েছে।