Dhaka 12:50 am, Monday, 8 December 2025

রাজবাড়ীতে আগুনে পুড়ল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ডিজিটাল সেন্টারে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ নথি পুরে গেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্র হতে পারে ধারণা করা হচ্ছে ।

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী শাহিন জানান, ভোর পাঁচটার দিকে তিনি আগুন লাগার খবর পান এবং তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। এই অগ্নিকান্ডের ঘটনায় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, ফটোকপির মেশিন, প্রিন্টার, রাউটারসহ গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে আগুনে পুড়ে যাওয়া ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান উদ্দিন শেখ বলেন, ‘ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী ভোরে ফজরের নামাজে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটে। কিভাবে এই আগুন লাগলো তা বলা সম্ভব না।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সনাজ মিয়া জানান, খবর পাওয়ার পর আমরা ভোর ৫টা ৩৪ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছাই। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট হতেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের কারণ জানা যাবে।

স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘ খানগঞ্জ ইউনিয়ন পরিষদে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। আগুনের কারণে পরিষদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পরিষদের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে আগুনে পুড়ল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

Update Time : 04:37:49 pm, Friday, 9 May 2025

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ডিজিটাল সেন্টারে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ নথি পুরে গেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্র হতে পারে ধারণা করা হচ্ছে ।

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী শাহিন জানান, ভোর পাঁচটার দিকে তিনি আগুন লাগার খবর পান এবং তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। এই অগ্নিকান্ডের ঘটনায় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, ফটোকপির মেশিন, প্রিন্টার, রাউটারসহ গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে আগুনে পুড়ে যাওয়া ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান উদ্দিন শেখ বলেন, ‘ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী ভোরে ফজরের নামাজে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটে। কিভাবে এই আগুন লাগলো তা বলা সম্ভব না।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সনাজ মিয়া জানান, খবর পাওয়ার পর আমরা ভোর ৫টা ৩৪ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছাই। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট হতেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের কারণ জানা যাবে।

স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘ খানগঞ্জ ইউনিয়ন পরিষদে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। আগুনের কারণে পরিষদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পরিষদের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।