গাইবান্ধার সুন্দরগঞ্জে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্রী ফন্টের উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে ০৭ মে বুধবার জাকের পার্টি সুন্দরগঞ্জ উপজেলা কার্যালয়ে জাকের পার্টির ছাত্রী ফ্রন্ট গাইবান্ধা জেলার সভানেত্রী মিসেস পলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমর্থনের ভিত্তিতে , জাকের পার্টি ছাত্রী ফন্ট সুন্দরগঞ্জ উপজেলা সভানেত্রী হিসেবে ফাতেমা আক্তার, সিনিয়র সহ সভানেত্রী নুসরাত খুশি,সাধারণ সম্পাদিকা বিউটি বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা হিসেবে মর্জিনা বেগম কে নির্বাচিত করেন।
অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।