
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে হজ্জ্ব কাফেলা ২০২৫ উপলক্ষে গতকাল ৩রা মে শনিবার সকালে হাজিদের হজ্জ্ব কাফেলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইরানা এয়ার ইন্টান্যাশনাল ট্রাভেল এজেন্সী আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ্জ্ব কাফেলার উপর বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ আদেশ ও নিষেধ সম্পর্কে আলোচনা করেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ আব্দুল হাই জোয়ার্দার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা খোঃ মনির আজম মুন্নু, বিএনপি নেতা এস এম মিজানুর রহমান বিল্লাল, শ্রমিক দলের আহবায়ক মোঃ সজল আহম্মেদ, ইন্জিনিয়ার আলহাজ্ব আজিমউদ্দিন, আবুল কাশেম মন্ডল, মোঃ ফারুক হোসেন। কর্মশালায় নারী পুরুষ সহ ১০৩ জন হজ্জ্ব যাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন আলহাজ্ব কাহার আল মুহিত শিপন।