
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২০ সাল থেকে একাধিক বার বিভিন্ন দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি টি এল। আর এই সব দরিদ্র পরিবারের মাঝে অসংখ্য টিউবওয়েল ও দান করে আসছেন।
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি টি এল এর ২২০ তম কাজ হিসেবে,আবারো একটি অসহায় হতদরিদ্র পরিবারকে টিউবওয়েল উপহার প্রদান করেন, তারই প্রেক্ষাপটে,২৮শে এপ্রিল সোমবার আনুমানিক সকাল ১০ টায় কসবা উপজেলার ধর্মপুর গ্রামের দরিদ্র জিলানী মিয়ার বাড়িতে একটি টিউবওয়েলের কাজ চলমান রয়েছে, এতে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি টি এল, এর সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমান নিজে টিউবওয়েলের কাজ ঠিক ভাবে হচ্ছে কি না তা পরিদর্শন করতে আসেন,, মোঃ আশফাতুল হোসেন ভুইয়া এলমান জানান,আমরা সব সময় চেষ্টা করি অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে,আশা করি খুব শীগ্রই টিউবওয়েলের কাজটি সম্পূর্ণ হবে এবং এই হতদরিদ্র পারিবারের মাঝে টিউবওয়েলটি দ্রুত হস্তান্তর করা হবে বলে জানান তিনি।