
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কৈ কাশদহ গ্রামে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আয়োজনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সার্কাসের প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির মিয়া ও গোলজার মেম্বারের নেতৃত্বে কৈ কাশদহ গ্রামের একটি ফাঁকা বিলে একদিনের জন্য এই মেলার আয়োজন করা হয়। প্রথমে প্যান্ডেলে জাদু (ম্যাজিক) প্রদর্শন চললেও সন্ধ্যার পর তৈরি করা হয় আরেকটি ঝলমলে প্যান্ডেল। সেখানে শুরু হয় নারীদের নগ্ন ও অশ্লীল নৃত্য, পাশাপাশি বসে জমজমাট জুয়ার আসর। এ ঘটনার টের পেয়ে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ভেঙে অগ্নিসংযোগ করে। তবে ঘটনার আগেই নারী শিল্পী, জুয়াড়ি ও আয়োজকরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাকিম আজাদ জানান, সরকারি অনুমতি ছাড়াই এই মেলার আয়োজন করা হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এ ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।