
শান্তির পথে আহ্বান
লেখক : সুরাইয়া ইসলাম বন্যা
রূপকথার মতো আলো এলো,
জাকের পার্টির পথে চলো।
আল্লাহ-রাসুলের পথ ধরি,
ভালোবাসার হৃদয় গড়ি।
সত্যের পথে চলার আহ্বান,
জুলুম অন্যায় মানবো না আর।
ভালোবাসায় হৃদয় হোক ভরপুর,
গোলাপের মতো ফুটুক হৃদয়ে।
ঈমানের আলো ছড়িয়ে সারা দেশে,
একসাথে চলো সবাই ভালোবেসে।
এক হয়ে আল্লাহ রাসুলের পথে,
জয় হোক এই শান্তির পথে।
Reporter Name 
















