
বগুড়ার সোনাতলায় থানা পুলিশ লাঞ্ছিত এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়েরকৃত পৃথক দুইটি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রয়েছেন। ২১ এপ্রিল সোমবার দিবাগত রাতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী’র নেতৃত্বে এসআই শাহ আলম ও এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃত দবির হোসেন মন্ডলের ছেলে ইউনিয়ন শ্রমীক লীগের সভাপতি হড়িখালী গ্রামের মিজানুর রহমান মিঠু মন্ডল (৫১), দিগদার ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার আকন্দের ছেলে মোঃ মশিউর রহমান সেলিম(৩৬) ও অপরজন একই ইউনিয়নের মহিচরন এলাকার আব্দুল আলিম দুলার ছেলে লালন মিয়া (৩৬)।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, ২১ এপ্রিল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামে থানা পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় দায়েরকৃত মামলায় মিজানুর রহমান মিঠু মন্ডলকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে একই রাতে অভিযান চালিয়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় মশিউর রহমান সেলিম ও লালন মিয়াকেও তাদের নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাকি আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।