
ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িতিস্তা জলাশয় জলাধার পুনঃখনন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া এর সভাপতিত্বে বুড়িতিস্তা জলাশয় জলাধার পুনঃখনন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো.আতিকুর রহমান,লেফটেন্যান্ট আবরার রহমান, ডিমলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার সহ নীলফামারী নাগরিক কমিটির মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল প্রধান,নীলফামারী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃখুরশীদ আলম আলো, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা সদর প্যানেল চেয়ারম্যান আবুতালেব আবুসহ প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বড়িতিস্তা জলাশয়ের জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুমোদন ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তবে স্থানীয় কৃষকদের দাবি, সংশ্লিষ্ট জমি তারা দীর্ঘদিন ধরে কৃষিকাজে ব্যবহার করে আসছেন, এবং তারা তাদের কৃষিজমি ছেড়ে দিতে রাজি নন।
আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী।
সভায় দুই পক্ষের বক্তব্য ও মতামতের ভিত্তিতে ব্যাপক আলোচনা হয়। প্রকল্পের পক্ষে যেমন উন্নয়ন, জলাধার পুনঃখনন এবং জলধারণ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়, তেমনি বিপক্ষে জমি হারানোর শঙ্কা ও কৃষি উৎপাদন হ্রাসের সম্ভাবনার কথা বলা হয়।
পরিশেষে, প্রকল্পটির সম্ভাব্য প্রভাব নিরূপণের জন্য একটি ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত এই স্টাডির ভিত্তিতে গ্রহণ করা হবে বলে জানান।