
মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২৫ উপলক্ষে রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমানের বাড়িতে মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী পহেলা মে ২০২৫,ইং ও ১৮ ই বৈশাখ ১৪৩২ বাং বিশ্ব জাকের মন্জিল বাইশ রশি পাক দরবার শরীফে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। উজানচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে, জেলা জাকের পার্টি দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী বিস্বাস কাঞ্চন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি।
যুগ্ম মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম মোল্লা সিনিয়র সহ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি।
মিশন সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ জহির উদ্দিন মৃধা সহ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। মোঃ আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম। মীর আঃ খালেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম। মোঃ মোশাররফ ফকির সভাপতি প্রচার সম্পাদক রাজবাড়ী জাকের পার্টি পূর্ব। মোঃ আশরাফ মৃধা কোষধক্ষ রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। মোঃ হাসেম মোল্লা সহ প্রচার সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। গোলাম মহিউদ্দিন সরদার সাধারণ সম্পাদক গোয়ালন্দ জাকের পার্টি। আঃ লতিফ মন্ডল সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি। মোঃ ইয়াকুব প্রামাণিক সদস্য রাজবাড়ী সদর উপজেলা জাকের পার্টি সহ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সকল জাকের পার্টির সকল নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
মিশন প্রধান তার বক্তব্যে বলেন আগামী পহেলা মে ২০২৫ ইঃ ১৮ই বৈশাখ ১৪৩২ বাং রোজ বৃহস্পতিবার বিশ্ব জাকের মন্জিল বাইশ রশি দরবার শরীফে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে সকল আসেকান জাকেরান ধর্ম প্রান মুমিন মুসলমানগণ ও সকল দলে দলে যোগদান করার আহবান করেন। পরিশেষে সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ জাতির শান্ত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।