
ডিমলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃরাসেল মিয়ার সভাপতি অনুষ্ঠিত হছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন,সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা সদর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ খান লোহানি,উপজেলা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্যোতিরঞ্জন রায়, নীলফামারী নাগরিক কমিটির মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল প্রধান, ডিমলা বাবুরহাট বণিক সমিতির সভাপতি আলী আহম্মদ মর্তুজা , ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয় পক্ষে নাজমুল হোসেন, ডিমলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডের আবুল কাশেম, শামসুল হক, উপজেলা শিক্ষা অফিসার ধীরেন্দ্রনাথ রায়, ডিমলা সংগীত একাডেমির পরিচালক বীরেন্দ্রনাথ রায়, ডিমলা বি এম আই এর অধ্যক্ষ আব্দুল কাদের ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক সহ ঘন মাধ্যম কর্মীবৃন্দ গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, এবারের বাংলা নববর্ষ উদযাপন আরম্বরপূর্ণ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে তিনি বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কয়েকটি উপ কমিটি করে দায়িত্ব বন্টন করে।