
২৭ এ মার্চ (বৃহস্পতিবার) রামনগর ইউনিয়নের গজারিয়া বাজারএর নিকট লিটল স্টার কিন্ডার গার্ডেন মাঠে রামনগর আলিয়াবাদ যুব বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলাম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী সংসদীয় আসন তিন এর কেন্দ্রীয় ফরিদপুর সদর সূরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নগরকান্দা দুইএর মনোনীত প্রার্থী জনাব মওলানা সোহরাব হোসেন নগরকান্দা সালথা আমির। আরো উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামের সেক্রেটারি আমীর মো:আখতার হোসেন। আলীয়াবাদ ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলামের সেক্রেটারিআমীর মোঃ আশরাফ আলী।
আরো উপস্থিত ছিলেন আলিয়াবাদ ইউনিয়নের জাতীয়বাদী দল-বিএনপি’র সভাপতি ও গজারিয়া বাজার কমিটি সভাপতি মোঃ রেজাউল করিম নুরু মন্ডলসহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ। বিশেষ অতিথি তসর বক্তব্যে বলেন দেশে ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগনকে একসাথে কাজ করার আহবান জানান।
এ সময় আলীয়াবাদ ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দর দায়িত্ব দেওয়া হয়। নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামের পতীক নিয়ে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। এই কুরআনের শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় দেশের মানুষ পাপ ব্যভিচার হতে কিছুটা হলে দূরে থাকতে পারবে। তিনি আরো বলেন আল্লাহ বিধান এই দেশে প্রতিষ্ঠিত হলে মানুষ সুখের শান্তিতে বসবাস করতে পারবে। ইফতার মাহফিলে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যক্রম এর পক্ষে থাকার আহ্বান জানান। ইফতার আগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।