
রমজানের পবিত্রতায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন আয়োজন করেছিল এক বিশেষ ইফতার বিতরণ কর্মসূচি।
আজকের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় ব্যক্তিত্বদের সহযোগিতায়।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শাহাউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম, হারুনুর রশিদ (উপদেষ্টা, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন) এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রবিনসহ আরও অনেকে।
এই কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবতার বাণী পৌঁছে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবে এবং সমাজের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।
আখাউড়া ব্লাড ফাউন্ডেশন বিশ্বাস করে— মানবতার সেবাই পরম ধর্ম।